মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে। দুপুরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্টল ঘুরে সমরাস্ত্র দেখেন। এ সময় তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সৈনিকেরা। স্বাধীনতার ৫৪ বছরে সম্মিলিত সামরিক বাহিনী জ্ঞান-বিজ্ঞানে নানা উন্নয়নের মাধ্যমে নিজেদের আরও শানিত করেছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে তুলে ধরা হয়েছে এসব পরিবর্তনের বিষয়গুলো।
তেজগাঁওয়ে পুরানা বিমান বন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই প্রদশর্নীর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড স্কয়ারে পৌঁছার পর খোলা মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন তিনি।
পরে ফিতা কেটে এবং ফানুস উড়িয়ে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টাসহ দেশ বিদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এরপর সম্মিলিত সশস্ত্র বাহিনীর স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
তিনি সেনা, নৌ- ও বিমান বাহিনীর দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এসব প্যাভিলিয়নে নিজেদের তৈরি করা বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শন করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাথা, বর্তমান সরকারের আমলে সশস্ত্র বাহিনীর উন্নয়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদানের বিষয়গুলো বিভিন্ন স্টলে দেখানো হয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্যারাট্রুপারদেরও দক্ষতা তুলে ধরা হয়।
৩০শে মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।