জাতীয় নির্বাচনকে ঘিরে রাজপথে সর্বাত্মক প্রতিহতের ঘোষণা দিলেও কৌশলে পরিবর্তন এনেছে বিএনপি। সরকারকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপে ফেলতে নতুন কৌশল নিচ্ছে তারা। এই কৌশলের অংশ হিসেবে সরকার ও জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে প্রচারণা চালাচ্ছে। বিএনপি জোটের নেতারা মনে করছেন, ৭ই জানুয়ারি নির্বাচনের পরে পরিস্থিতি আরও জটিল হবে।

টানা হরতাল-অবরোধ, আল্টিমেটামের পরও দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সরকারের অনড় অবস্থানে এখন কৌশলে ভিন্নতা আনছে বিএনপি। ভোটের দিনকে টার্গেটে নিয়ে বিশ্বের কাছে ভোটারবিহীন নির্বাচন দেখাতে নানা পরিকল্পনা এটেছে দলটির হাইকমান্ড। ভোটাররা যাতে কেন্দ্রে না যায় বা কম যায় নেটাই তাদের প্রধান লক্ষ্য।

আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতার তকমা এড়িয়ে নেতাকর্মীদের মাঠে সরব করতে চায় বিএনপির নীতি নির্ধারক নেতারা।  এমনটাই জানালেন বিএনপির আইন বিষয় সম্পাদক কায়সার কামাল, ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক প্রেক্ষাপট বড় ভূমিকা রাখবে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে। ৭ই জানুয়ারি ভোট হলেও তা সরকারের জন্য সুখকর হবে না বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সামনের দিনে আন্দোলনের গতি-প্রকৃতিতে বড় পরিবর্তন আসবে বলেও মনে করেন বিএনপি ও সমমনা দল ও জোটের নেতারা।