১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ (বুধবার) দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।
এর অংশ হিসেবে ৬ সাংগঠনিক বিভাগে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা গণঅবস্থানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রাজধানীর পূর্ব-পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকা বিভাগের গণঅবস্থানে নেতৃত্ব দেবেন এলডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ।
জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ই জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা গণঅবস্থান করবে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি এই তথ্য জানিয়েছেন।
একই সময়ে ১১টি দলের সমন্বয়ে গঠিত নতুন এই জোটের নাম ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ পুরানা পল্টন প্রিতম টাওয়ারের সম্মুখে গণঅবস্থান কর্মসূচি পালনের কথা জানান জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
অন্য ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি হবে বলে জানিয়েছেন জোটের নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক থাকবে গণফোরাম (একাংশ)। মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকের রাস্তায় গণঅবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিতে ১৫টি সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘সমমনা গণতান্ত্রিক জোট’। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে আসে এই জোট।
এছাড়াও যুগপৎ আন্দোলনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্যসহ কয়েকটি সংগঠন।