বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌’৭ই জানুয়ারি নির্বাচন প্রত্যাখাত করেছে দেশের জনগণ। সেই নির্বাচন করে তারা (সরকার) এখন আত্মঅহমিকা দেখাচ্ছে। তারা জোর করে তাদের দখলদারিত্ব ক্ষমতা মানুষের সামনে দেখাতে চাচ্ছে। মানুষ জেগে উঠেছে সরকারের পতনের লক্ষ্যে। এই সরকারের বিরুদ্ধে সবাই আজকে আন্দোলনে একসাথে। আজকে ডামি নির্বাচন বাতিলের দাবিতে সকলকে এখন একত্রিত হয়ে রাজপথে নামতে হবে। আমরা সেই লক্ষ্যে লিফলেট কর্মসূচি শুরু করেছি।”

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণের আগে তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে বিএনপি নতুন এই কর্মসূচি পালন করছে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকারের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে । ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আর্ন্তজাতিক তদন্তের মাধ্যমে একদিন আওয়ামী লীগের বিচার করা হবে।

রাজধানীসহ দেশের মহানগর পর্যায়েও এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান রিজভী। সকালে পথচারী, ফুটপাতের দোকানদার ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন এই বিএনপি নেতা।