বর্তমানে দেশে আইনের শাসন নেই। সরকারের দমন-পীড়নে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন ক্ষতবিক্ষত। তবে দেশের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির গণসমাবেশে তিনি এসব দাবি করেন।
সিরাজগঞ্জে ইসলামিয়া কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশের করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় আওয়ামী লীগের ভোট চুরি বন্ধে নেতা-কর্মী ও দেশের মানুষকে রাজপথে থাকতে আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, এ সরকার অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপির নেতাকর্মীদের প্রতিনিয়ত কারাগারে পাঠাচ্ছে। দেশে আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।
এদিকে, বিদ্যুতখাতে দুর্নীতি, লোডশেডিং, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিরপুরের পলবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই পদযাত্রা।
পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানির অভাবে মানুষের জীবন এখন দুর্বিষহ। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেই এই সংকট তৈরি হয়েছে। পরে পল্লবী থেকে পদযাত্রা শুরু হয়ে আগারগাঁও গিয়ে শেষ হয়ে।
ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রায় যোগ দিতে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় রাজধানীর আজিমপুর সরকারি এতিমখানা সড়কের সামনে। এসময় প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের জনগণ আওয়ামী লীগকে পছন্দ করেনা। এই সরকার যতকথাই বলুক না কেনো ক্ষমতায় থাকতে পারবে না।