ক্ষমতাসীন দলের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে যে অবস্থা চলছে তাতে দেশে শ্রীলংকার মতো পরিস্থিতি হতে বাধ্য। ফলে জনগণও বাধ্য হবে রাস্তায় নামতে। শুক্রবার (১৩ই মে) বিকেলে, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গত সংসদ নির্বাচনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়ে এসব বলেন মির্জা ফখরুল।

বিএনপির এই নেতা বলেন, দেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামীলীগ। অচিরেই বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। সরকার যেভাবে দেশের অর্থনৈকি ব্যবস্থা ধ্বংস করেছে তাতে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য। অবিলম্বে তাদের ক্ষমতা ছাড়ার আহবান জানান তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, দেশের অর্থব্যবস্থা যেভাবে ধ্বংস করা হচ্ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না। অপর দিকে সরকার ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। সেই সাথে প্রত্যক্ষভাবে সরকারের মদদে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলসহ জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। দেশকে এমন সঙ্কট থেকে মুক্তি দিতে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূর করিম, নূর এ শাহাদাৎ স্বজন, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুবদল সভাপতি মাহবুল্লাহ্ আবু নুরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।