বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পরিকল্পনা অক্টোপাসের মতো রাষ্ট্রকে চেপে ধরেছে। বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার শক্তিশালী হয়ে উঠেছে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ রোববার (২২শে মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন-প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এসময় তিনি অভিযোগ করেন, ‘গণমাধ্যমকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করতে নতুন আইন করার চক্রান্ত চলছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সুপরিকল্পিতভাবে গণতন্ত্রের মৌলিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে’।

মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্র ও দেশের স্বাধীনতা কোন ব্যক্তি বা দলের বিষয় নয়। তা রক্ষায় সকলকে সোচ্চার হতে হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্বাধীনতা রক্ষা করা উচিত, নয়তো ভবিষ্যত প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে’।

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সবধরনের ‘নিবর্তনমূলক’ আইন ও অধ্যাদেশ বাতিল করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আমাদের পরিষ্কার ঘোষণা, আমরা সরকার গঠন করলে মুক্ত গণমাধ্যমের অন্তরায় ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’সহ সবধরনের নিবর্তনমূলক আইন ও অধ্যাদেশ বাতিল করব। গণমাধ্যমে প্রকাশিত যেকোনো বিষয় সংক্ষুব্ধ ব্যক্তি বা সংস্থা প্রেস কাউন্সিলে ফয়সালা না করে কোনোভাবেই যেন আদালতে মামলা দায়ের করতে না পারেন, সেটা নিশ্চিত করা হবে।”