পঞ্চগড় শহরের পাশে আহম্মদনগর এলাকায় আহমদিয়া জামাতের ৩ দিনব্যাপী সালানা জলসাকে কেন্দ্র করে সংঘাতের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অসৎ উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে। আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এখন জীবনযাপনে দুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ঐক্যবদ্ধ হচ্ছে গণতন্ত্রের জন্য। এসব থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার নানা অপকৌশল চালাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চগড়ের দুজন নিহত হয়েছেন। দোকান, ঘর-বাড়িতে লুটপাট চালানো হয়েছে। আমাদের প্রশ্ন, এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে সরকার চুপ করে থাকবে কেন? সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো কেন, পরবর্তীকালে যখন আক্রমণ হয়েছে তখন পুলিশ দাঁড়িয়ে থেকে সেটা দেখল কেন, প্রতিরোধ করতে সক্ষম হলো না কেন?’

‘এই যে সাম্প্রদায়িক সমস্যা তৈরি করা, বিভেদ সৃষ্টি করা, এটা সরকার করছে। আমরা মনে করি, অত্যন্ত অসৎ উদ্দেশ্যে করছে, দেশের মানুষ যখন গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছে। অধিকার আদায়ের জন্য সংগ্রাম শুরু করেছে। রাজনৈতিক দলগুলো নেমে এসেছে, সেটাকে বিভ্রান্ত করার জন্য এগুলো করছে। এর জন্য সম্পূর্ণ দায়ী করছি সরকারকে, সরকারেই এর জবাবদিহি করতে হবে,’ বলেন তিনি।

এসময় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন তিনি। পঞ্চগড়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, পঞ্চগড়ের ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চুপ থাকায় এটাই প্রমাণ হয়, এ ধরনের ঘটনায় সরকার উস্কানি দিচ্ছে।

তিনি বলেন, নাগরিকরা যখন সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তখন এ ধরনের ঘটনা উসকে দিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে সরকার।