সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকার একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের ট্যানেলে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তারা বলেছেন আন্দোলনের পাশাপাশি তারা আলাপ-আলোচনা করতেও আগ্রহী। আমরা তাদের এই আলাপ-আলোচনার প্রস্তাবকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে (আইনমন্ত্রী) ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সঙ্গে বসবো। তারা যদি আজকে বসতে চান, আমরা আজকেই বসতে রাজি আছি।
কোটা সংস্কার ইস্যুতে আদালতে বিচারাধীন আপিলের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আদালতে বিচারাধীন আপিলের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এটি এগিয়ে আনা হবে। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়া প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। আমার বিশ্বাস তিনি এই প্রস্তাব অনুযায়ী খন্দকার দিলিরুজ্জামানকে দায়িত্ব দেবেন।
তিনি আরও বলেন, দেখেন আমরা দেখেছি এবং বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছি। দেখা যায় যে যারা কোমলমতি, কোটাবিরোধী আন্দোলন করছেন তাদের কিন্তু এই কথাই দাবি ছিল। যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলোতে রাজি হয়েছে আমার মনে হয় আজ থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নেই। আমি সেই কারণে তাদের আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য সিটিজেন হিসেবে যে তারা যেন সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বাস্তবায়ন করে।
আন্দোলনকারীদের সঙ্গে ঐক্যমতে আসতে আপনারা এত দেরি করলেন কেন— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে তারা প্রস্তাব দিয়েছে। তারা আলোচনা করতে রাজি আছে। এবং আজকেই আমরা রাজি হয়েছি। এটা দেরি কোথায়?
আইনমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারে শিক্ষার্থীদের সঙ্গে সরকার নীতিগতভাবে একমত। ফলে আন্দোলনকারীরা যখন রাজি হবে, তখনই সরকার তাদের সঙ্গে বৈঠকে বসবে।