বিদেশে যেতে বাধা দিয়ে বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে ‘অবৈধ সরকার’ হত্যা করতে চায়। তাই তাকে বিদেশ যেতে দিচ্ছে না। আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবী কনভেনশনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগস্বীকারকারী, যিনি রাজপথে সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন, যিনি জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারকে পরাজিত করেছেন, এখন সমস্ত অসুস্থতা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন, তার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন তার হায়াৎ বাড়িয়ে দেন। একইসঙ্গে যেন তার চিকিৎসার সুযোগ করে দেন।
তিনি বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। সেজন্য আল্লাহর কাছেই আমরা প্রার্থনা করি। আল্লাহ যেন তাকে (খালেদা জিয়া) সুস্থ করেন এবং তিনি যেন আবার আমাদের মাঝে থেকে লড়ায়-সংগ্রাম করতে পারেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) বলেন, দেশের মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে পরিকল্পিতভাবে অসুস্থ করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খুবই অসুস্থ৷ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। একজন প্রধানমন্ত্রী আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করছেন। এটি খুবই বিকৃত রুচির।
বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আবদুল আউয়াল মামুনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়েত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করেন।