সুপরিকল্পিতভাবে জনমত প্রকাশে বাধা দিয়ে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার) দুপুরে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও জানান, ‘ডিএসএ ব্যবহার করে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ করছে সরকার। এসময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানান তিনি। এই সরকারে অধীন কোনো নির্বাচন হবে না, এ বিষয়ে লিয়াজোঁ কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্রের গঠনকে প্রাধান্য দিয়ে আসছে বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না ,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন ভাসানী অনুসারী পরিষদ রফিকুল ইসলাম বাবুল হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ,বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।