তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সরকার চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচন করুক। সরকার কাউকে নির্বাচন থেকে বিরত করতে চায় না। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী পরিবেশ কেউ নষ্ট করছে কিনা সেটা দেখার বিষয়। নির্বাচনে আসা না আসার স্বাধীনতা থাকলেও নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নাই। এসময়, ইন্টারনেট শাটডাউন করে সরকার মানুষের অধিকার হরণ করছে, মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে না।
বরং বিএনপি তাদের পেইড এজেন্ট দিয়ে বিদেশে বসে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। সরকারের বিরুদ্ধাচরণের নামে বিএনপি যা করছে তা ডিজিটাল অপরাধ বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।