সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি।

অবরোধের প্রথম দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ চালিয়ে বিএনপির ৪জন নেতাকর্মীকে হত্যা করেছে বলে দাবি করেন রিজভী।

এদিকে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছে। কার্যালয়ের প্রধান ফটকে এখনো ঝুলছে তালা। তবে, সিআইডি’র ক্রাইম সিন এলাকা হিসেবে চিহ্নিত লেভেল এদিন সরিয়ে নেয়া হয়েছে।