বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশের অর্থনীতি সরকার ধ্বংস করেছে। এখন একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। আজ (শনিবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এসব বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, বিরোধীদেও দমাতে মামলা-হামলা করছে সরকার। প্রতিদিনই অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়ছে। তিনি বলেন, যতই নির্যাতন বাড়ছে ততই আন্দোলন বেগবান হচ্ছে। এসময় ১৯শে জানুয়ারি দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সর্বক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। তাই আমরা ১০ দফা দাবি আদায়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। দেশের মানুষ জেগে উঠেছে, এই অনির্বাচিত সরকারের পতন ঘটানোর যুগপৎ আন্দোলনে শরিক হচ্ছেন।

‘আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম দেখে বিএনপির জ্বালা ধরে যায়’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এতো মিথ্যা কথা, এতো মিথ্যাচার করেন অনির্বাচিত উনার (প্রধানমন্ত্রী) কথা উত্তর দিতে আমাদের রুচিতে বাঁধে।