প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে সারাদেশে আনন্দ মিছিল হয়েছে। চট্টগ্রামের চৌমুহনী ও ওয়াসাসহ বিভিন্ন এলাকায় উৎসুক জনতা ভিড় করেছে। খুলনায় শিববাড়িতে সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করছে। জনসাধরণের উল্লাসে মুখরিত বরিশাল নগরী।
ছাত্র-জনতা ও সর্বসাধারণের আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করায়আনন্দ উল্লাসে মেতে উঠেছে দেশের মানুষ। চট্টগ্রামের চেরাগী পাহাড়, ওয়াসা, চৌমুহনীসহ নগরীর বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করছে ছাত্র জনতা।
খুলনার শিববাড়ী মোড়ে সর্বস্তরের মানুষ ভিড় করেছে। শেখ হাসিনা পদত্যাগ করায় আনন্দ ফেটে পড়েছেন তারা। বরিশালেরপুরো নগর জুড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। সদর রোড, আমতলার মোড়ে জড়ো হয়ে আনন্দ উল্লাস করছে তারা।
রাজশাহীর তালাইমারীর মোড়ে আন্দোলকারীরা জড়ো হয়ে আনন্দ মিছিল করছেন। পটুয়াখালী জুড়ে উৎসুক জনতার ঢল নেমেছে। আনন্দ উল্লাস করছেন নগরীর বিভিন্ন এলাকায়। নগরের রোডে জড়ো হয়ে আনন্দ মিছিল করেছে তারা।
ঠাগুরগাঁওয়ে আনন্দ মিছিল শুরু করতে বড় মাঠে জড়ো হয় ছাত্র-জনতা। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বড়মাঠে গিয়ে শেষ হয়। আর নারায়ণগঞ্জচাষাড়া মোড়ে আনন্দ মিছিল করছে জনতা।