নির্দলীয় সরকার ছাড়া দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। শনিবার ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশে এই হুমকি দেন তারা। ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও জানান বিএনপি’র নীতি নির্ধারক নেতারা।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও পাঁচ নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে বিএনপি’র এই বিভাগীয় গণসমাবেশ। শনিবার সকাল থেকে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জড়ো হন ময়মনসিংহ এবং এর আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা। মাঠে জায়গা না পেয়ে অনেকে অবস্থান নেয় আশপাশের সড়কে।
সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, সরকার বিএনপি’র কর্মসূচিতে মানুষের উপস্থিতি দেখে ভীত হয়ে পড়েছে। দুর্নীতি ও লুটপাট অব্যাহত রাখতেই আওয়ামী লীগ আবারও ক্ষমতা ধরে রাখতে চায় বলে মন্তব্য করেন তারা।
বাধা-বিপত্তি উপেক্ষা করে সমাবেশ সফল করাকে বড় বিজয় হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পরিবর্তন না হলে আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। একটা বিষয়ে আমরা পরিষ্কার করে বলতে চাই, দলীয় সরকার থাকলে কোনো নির্বাচন কোনোদিন সুষ্ঠু হবে না। সেটা প্রমাণ হয়েছে।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১ হাজার ৩৮০টা সিসি ক্যামেরা ছিল, পর্যাপ্ত নাকি নিরাপত্তা ব্যবস্থা ছিল, পুলিশ-র্যাব পাহারায় ছিল। তারপর ওই নির্বাচন দুপুরের মধ্যে বন্ধ ঘোষণা করতে হয়েছে। এ থেকেই প্রমাণ হয়, দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলে সরকারকে সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁিশয়ারি দেয়া হয় ময়মনসিংহের গণসমাবেশ থেকে।