দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা এবং উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।আজ রোববার (১৫ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে হিম বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস বলছে, জেলায় তাপমাত্রা আরও কমতে থাকবে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাবে।
মৃদু শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। খুব প্রয়োজন না হলে মানুষ সকালে বাইরে বের হচ্ছেন না। তবে অনেকে জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছেন। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও ছিল না তেমন যাত্রীর চাপ।
এদিকে শীতের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল ৬টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।