ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবলের (আইএফএফএইচএস) ২০২২ সালে আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে।
আইএফএফএইচএস এর এই পুরস্কার দেওয়া হয় জাতীয় দল ও ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল বিবেচনায়। ২০২২ সালে আর্জেন্টিনার জার্সিতে ১৮ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ৪ গোল করে পুরস্কার পান মেসি। এ নিয়ে তিনবার এই পুরস্কার জিতলেন আর্জেন্টাইন জাদুকর।
কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনাল খেলানোর নায়ক ছিলেন এমবাপ্পে। ২০২২ সালে আন্তর্জাতিক ফুটবলেও দ্যুতি ছড়িয়েছেন তিনি। মেসির চেয়ে মাত্র ১ গোল কম করে দ্বিতীয় হয়েছেন এই তারকা। এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ ৯টি ও ফ্রান্সের জার্সিতে ১২টি গোল করেন।
আইএফএফএইচএস এর ২০২২ সালের পুরুষদের সেরা আন্তর্জাতিক গোল স্কোরারের তালিকায় তিন নম্বরেও আছে এক আর্জেন্টাইন তারকা। তরুণ তুর্কি হুলিয়ান আলভারেজ সমাপ্ত বছরে করেছেন ১৫ গোল। এছাড়া নরওয়ের আর্লিং হাল্যান্ড ও সেনেগালের সাদিও মানে করেছেন সমান ১৪ গোল।