সর্বোচ্চ পর্যায়ে থেকে নির্দেশ আসার পরেই ভারতে ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (২২শে সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতে ইলিশ রপ্তানির কারণে বাংলাদেশের বাজারে কোন প্রভাব পড়বে না। দেশের বৃহত্তর স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, “যে পরিমান ইলিশ রপ্তানি হয়েছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল। ভারতের সাথে আমাদের বন্ধুত্বপুর্ন সম্পর্ক আছে। ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে। ফরেন কারেন্সি আসে। রপ্তানি না করলে চোরাচালান হয়। ভারতে ইলিশ রপ্তানিতে বাহবা পেয়েছি। রপ্তানিতে গ্রেটার ইন্টারেস্ট আছে।”