আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনীতির নামে সহিংস রাজনীতি করে। আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দিচ্ছে না। বিএনপি রাজনীতির নামে সহিংসতা, জ্বালাও-পোড়াও, মানুষের জানমাল ক্ষতি করলে
তাদেরকে যেকোনো মূল্যে রুখতে হবে।অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বুধবার (১৮ই জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী মেলা ও লোকজ উৎসব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা আন্দোলনের নামে সহিংসতা করবে তাদের সমুচিত জবাব দিতে হবে। এখানে কোনো আপোস নেই। আমরা কোনো উস্কানি দিবো না। এইসব উস্কানি বন্ধ করতে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। তারা এইসব কর্মকাণ্ড করবে আমরা চুপ করে কি ললিপপ খাবো? তার সমুচিত জবাব আমরা দিবো।

মন্ত্রী বলেন, দেশে আজ সত্যি গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশ আবারও সাম্প্রতিকতার ছোবলে আক্রান্ত। একটি মহল জঙ্গিবাদের দ্বারা এদেশে বিশৃঙ্খলার সূচনা করেছে। তাদের পৃষ্ঠপোষকতায় হিংস্র থাবা এদেশে দৃশ্যমান হচ্ছে। এখানে রাজনীতির পাশাপাশি সংস্কৃতির একটি দায়িত্ব আছে। এইসব জঙ্গিবাদ সংস্কৃতির চিরায়ত শত্রু। এরা আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি। এরা মুক্তিযুদ্ধের শত্রু। এদের হৃদয়ে বাংলাদেশ নেই। এইসব অপশক্তিকে যেকোনো মূল্যে রুখতে হবে। শেখ হাসিনাই আমাদের আসল ঠিকানা। আজ সময় এসেছে তার হাতকে শক্তিশালী করার। অপশক্তি দূর করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবুল মনসুরসহ আরও অনেকে।