দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সাকিব আল হাসানের দেশে আসা ও যাওয়া নিয়ে কোন বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে আইনি জটিলতা থাকলে তা সমাধান করবে আইন মন্ত্রণালয়।

আজ রোববার মিরপুর স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আসিফ মাহমুদ। এদিকে, বিপিএল ক্রিকেটকে আকর্ষণীয় ও জমজমাট করতে মিরপুর স্টেডিয়াম সংস্কার করতে চায় বিসিবি।

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে এই ফরম্যাটকে বিদায় বলতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি নিরাপদে দেশে আসা এবং যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন।

ছাত্র আন্দোলনে নীরব থাকায় গত ৯ই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। বিসিবিও সাকিবকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে চায়। কিন্তু হত্যা মামলার আসামির তালিকায় নাম থাকায় সাকিব আল হাসানের দেশে আসা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা তিনি ঘরের মাটিতে খেলতে পারবেন কি না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে আইনি জটিলতা না থাকলে সাকিবের দেশে এসে শেষ টেস্ট ম্যাচ খেলতে কোন বাধা দেখছেন না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

এদিকে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের সার্বিক নিরাপত্তা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এছাড়া বিপিএল সামনে রেখে তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইন্ডোর, গ্যালারি, মাঠ ও বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন। স্টেডিয়ামগুলোর অবকাঠামোগত কিছু কাজ করা দরকার বলেও মনে করেন ক্রীড়া উপদেষ্টা।

বিপিএলের মান আন্তর্জাতিক সমমানের পর্যায়ে আনতে প্রধান উপদেষ্টার দেয়া কিছু পরিকল্পনা প্রস্তাবনার কথাও জানান আসিফ মাহমুদ।