৪ ডিসেম্বর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্ট সামনে রেখে আজ (মঙ্গলবার) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ‘ফিট’ ঘোষণা করে তাদের নিয়েই ২০ জনের দল দিয়েছে বিসিবি।

চট্টগ্রাম টেস্টের স্কোয়াডেও ছিলেন সাকিব। তবে বিসিবি ওইসময় দল ঘোষণায় জানিয়েছিল, বাঁহাতি অলরাউন্ডারের খেলা নির্ভর করছে ফিটনেসের অবস্থার ওপর। ‍

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে না পারায় শেষ পর্যন্ত সাকিব খেলতে পারেননি চট্টগ্রামের প্রথম টেস্ট। তবে পাকিস্তানের বিপক্ষে ঢাকার দ্বিতীয় টেস্টে ‘ফিট’ সার্টিফিকেট নিয়েই দলে আছেন তিনি।