মাহমুদউল্লাহ বলেছিলেন, শুরু থেকে মেরে খেলবেন। কিন্তু আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে তিনি নিজেই সুবিধা করতে পারলেন না। একটা ছক্কা মেরেছেন ঠিকই, তবে দলে অবদান রাখতে পেরেছেন সামান্যই। তার আগে সাকিব আল হাসানও ব্যর্থতার খাতায় নাম তুললে বিপদে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করে দলকে পথ দেখান লিটন দাস।

আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৬ উইকেটে ১৩১ রান।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। টানা ৮ টি-টোয়েন্টি হারের পর জয়ের খোঁজে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জারদান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকী, কাইস আহমেদ, দারউইশ রসূলি।