বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী (ঘনীভূত) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী দুইদিন সারাদেশ বৃষ্টিহীন থাকার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে বজলুর রশিদ বলেন, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।