হাত ও পায়ের রগ কাটা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শামীম মাকসুদ খান জয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকায় আউটার রিং রোড সংলগ্ন কাশবনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে রাত ২টার তার শামীমের পরিবার হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান, রোববার বিকেল ৩টার দিকে সাগরতীরে কাশবনের ভেতরে হাত-পায়ের রগ কাটা অবস্থায় পড়ে ছিলেন শামীম। সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে আউটার রিং রোড টহলরত পুলিশ সদস্যদের খবর দেন। তথ্য পেয়ে হালিশহর থানা থেকে পুলিশ গিয়ে শামীমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল জেলায় বাড়ি হলেও নগরের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় শামীম তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন বলে জানায় পুলিশ। পুলিশের ভাষ্য, শামীম মাকসুদ খান জয় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন।
পুলিশ সূত্র জানায়, রবিবার বেলা ১২টার দিকে শামীম বাসা থেকে বের হন। বের হওয়ার আগে তার মোবাইলে একটি কল এসেছিল এবং শামীম তার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলেছিলেন তার মাকে। বের হওয়ার সময় চাকরির ইন্টারভিউ দিতে যাবার কথাও তার মাকে জানিয়েছিলেন।