সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া নতুন আইনজীবী হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নতুন আইনজীবী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশের রোমান।

নওশের রোমান বলেন, ‘এত বছর তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। বিচার চাওয়াও মনে হচ্ছিল একটা লজ্জাজনক ব্যাপার। এখন নতুন সরকার এসেছে, নির্দলীয় সরকার। আগের সরকার মামলাটা ধামাচাপা দিয়েছিল। ওই সরকার যেহেতু নেই, আমরা মনে করছি কিছু হতে পারে। যতক্ষণ পর্যন্ত কিছু না হয়, ততক্ষণ পর্যন্ত আনন্দিত বা আশা করার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দিন যোগাযোগ করত না। ৫ আগস্টের পর তদন্ত কর্মকর্তা কয়েক দিন এসেছে বাসায়। অগ্রগতি হওয়ার মতো আমাদের কিছু জানায়নি।’

আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, এই মামলার ধারাবাহিকতায় যে দুজনের ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে তা তদন্তের ভিত্তিতে শনাক্ত করতে হবে। এছাড়া র‌্যাবের কাছে থাকা এই মামলার তদন্তেরর দায়িত্ব পিবিআইকে দেওয়ার জন্য আবেদন করা হবে।

২০১২ সালের ১১ ফেব্র“য়ারি রাজধানীর রাজারবাগে নিজ বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। ছুরিকাঘাতে হত্যা করা হয় তাদের। এরপর সে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ১১০ বার সময় নেয় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কর্মকর্তারা।