পাহাড় ধস ও বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাজেকে আটকা পরেছে দেড় শতাধিক পর্যটক। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা ৬ দিনের ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় বাঘাইহাট-সাজেক সড়কের নিচু অঞ্চল বাঘাইহাট বাজার ও মাচালং সেতু প্লাবিত হয়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে সাজেকে আটকা পড়েছেন তারা।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে মারিশ্যা-দীঘিনালা সড়কের বলপেইয়া আদাম এলাকায় পাহাড় ধসে উপজেলা সদরের সাথেও যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের মাটি সরাতে কাজ করছে বাঘাইছড়ি থানার পুলিশের একটি উদ্ধারকারী ও যুব রেডক্রিসেন্ট সদস্যদের টিম।
টানা বর্ষণে কাঁচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপজেলার নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়েছে। এতে ফসল ও মাছের খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এক হাজার পাহাড়ি ও বাঙালী পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ৪৬টি আশ্রয়কেন্দ্র। ইতোমধ্যে অনেক পরিবার আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছে।
বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন জানান, ‘আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করেছি। আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নেবে তাদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই সময় আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, তা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার পর্যটক আটকে পরার বিষয়টি নিশ্চিত করে জানান, টানা বৃষ্টিপাতের ফলে বাঘাইহাট-সাজেক সড়কের পাহাড় ধস ও সড়কটি প্লাবিত হয়ে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগবে। কাজ সম্পন্ন হলেই যাতায়াতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।