চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করে রাখা রেলের অস্থায়ী শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। প্রায় ৪ ঘন্টা রেললাইন অবরোধ করে রাখে আন্দোলনরত শ্রমিকরা। আজ রোববার (তেসরা সেপ্টেম্বর) সকালে রাজধানীর মালিবাগ রেললাইন অবরোধ করেন তারা।
জানা যায়, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণে দাবিতে রেলপথ মন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ের কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। তাই অস্থায়ী শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকায় কোনো ট্রেন প্রবেশ করতে পারেনি। এছাড়া ঢাকা থেকে কোনো ট্রেনও বেরোতে পারেনি। দুপুর পর্যন্ত ৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে রংপুর এক্সপ্রেসের যাত্রীদের ট্রেনের টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হয়। অবরোধের কারণে আটকা পড়ে অগ্নিবীনা, জয়ন্তিকা, একতা ও কিশোরগঞ্জ এক্সপ্রেসও।
গত ১৬ জুলাই একই দাবিতে রাজধানীর এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করেছিলেন অস্থায়ী শ্রমিকরা। সেদিন রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে অবস্থান শুরু করেন তারা।
এ নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কয়েকদফা বৈঠকের পরও কোনো সুরাহা না হওয়ার শ্রমিকরা আজ আবারও রেললাইন অবরোধ করেন।