সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ই নভেম্বর) ভোরে ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরার তালা উপজেলার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

স্থানীয়রা জানান, বিনেরপোতা মেঘনার মোড়ে অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সামনে ভোরে এই ঘটনা ঘটেছে। চুকনগর থেকে সাতক্ষীরাগামী ট্রাকের সঙ্গে পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। সংঘর্ষের পর দুজন ঘটনাস্থলেই মারা যান। একজনকে ফায়ার সার্ভিসের লোকজন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরটি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ‘ঘটনাস্থল থেকে দুটি এবং সদর হাসপাতাল থেকে একটি মোট তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটতে পারে।’