এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের সুপার ফোরের নিয়ম রক্ষার ম্যাচ আফগানিস্তানকে ১০১ রানে হারিয়েছে ভারত। তবে, এই ম্যাচের প্রাপ্তি ভিরাট কোহলির সেঞ্চুরি। দীর্ঘ ১০২০ দিন পর শতকের দেখা পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
জিতলেও ফাইনালে খেলার সুযোগ নেই, মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই বৃহস্পতিবার বিশ্রামে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। খেলেননি হার্দিক প্যান্ডে, চাহাল। ভারতকে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। ভারতের ২ উইকেটে ২১২ রানের জবাবে আফগানরা শেষ পর্যন্ত করল ৮ উইকেটে ১১১ রান। ১০১ রানে জয় দিয়ে এশিয়া কাপ আসর শেষ করল ভারত।
বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে ২ উইকেটে ২১২ রান সংগ্রহ করে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে আক্রমণাত্মক খেলতে থাকে ভারত। ওপেনিং জুটিতে ১১৯ রান যোগ করেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ব্যক্তিগত ৬২ রানে ফরিদ আহমেদের শিকার হয়ে রাহুল ফিরলে ভাঙ্গে ভারতের ওপেনিং জুটি। দলীয় ১২৫ রানে সূর্যকুমার ফিরলে দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া।
তবে অপর প্রান্তে থাকা বিরাট কোহলি ব্যাট চালাতে থাকে নিজস্ব গতিতে। নিজের প্রথম আর্ন্তজাতিক টি-টোয়েন্টি শতক হাঁকিয়ে ভারতকে এনে দেন ২১২ রানের বড় সংগ্রহ। কোহলি অপরাজিত থাকেন ১২২ রানে।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে পরে আফগানিস্তান। ২১ রান সংগ্রহ করতে ৬ উইকেট হারায় আফগানিস্তান। তবে একপ্রান্ত আগলে আফগানদের বড় লজ্জা থেকে বাঁচায় ইব্রাহিম জাদরান। এই ব্যাটার একাই করেন ৬৪ রান। এছাড়া সাত নম্বরে নামা রশিদ খান ১৫ ও আটে নামা মুজিব উর রহমান করেন ১৮ রান।
ভুবনেশ্বর কুমার ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।