নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অসামান্য এই কীর্তির প্রশংসা চতুর্দিক থেকেই পাচ্ছে সাবিনা খাতুনের দল। বিসিবি তাদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে, এবার আসিফ মাহমুদ সজীবের নেতৃত্বাধীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের এক কোটি টাকা দেয়ার ঘোষণা দিল।
আজ কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কখন দলটির সঙ্গে দেখা করবেন সেই সময়সূচিও জানিয়ে দেন তিনি।
আসিফ বলেন, ‘আপনারা জানেন গতকাল বাংলাদেশ দল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। প্রধান উপদেষ্টাও (ড. ইউনূস) তাদের অর্জনে অভিনন্দন জানিয়েছেন। আগামীকাল শনিবার বেলা ১১টায় নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন তিনি। এই জাতীয় ও আন্তর্জাতিক অর্জন বিজয় উপহার দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করছি।
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘দেশবাসী যেভাবে তাদেরকে বরণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, বেতন বৈষম্য… সেই বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি। সেই বিষয়ে দ্রুতই সমাধান করবো। বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক ট্রফি ছিনিয়ে এনেছে, আরও ট্রফি ছিনিয়ে আনতে পারব বলে আশাবাদী।’