স্বাগতিক নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ নারী সাফে বাংলাদেশের মেয়েদের যাত্রা শুরু হয়েছে। শনিবার (২ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ললিতপুর স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছে প্রীতি।
খেলার শুরু থেকেই বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলে চাপের মুখে পড়ে নেপাল। খেলার ২৪ মিনিটে সৌরুভি আকান্দা প্রীতির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩১ মিনিটে পেনাল্টি পেয়ে বাংলাদেশের হয়ে প্রীতি আরেকটি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে অনেক চেষ্টার পরেও বাংলাদেশের জালে বল জড়াতে ব্যর্থ হয় নেপাল। আর আক্রমণের ধার কমিয়ে বাংলাদেশও আর গোল না করলে নেপালের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারি টিটুর শিষ্যরা।
৪ দল নিয়ে হচ্ছে এবারের আসর। যেখানে বাংলাদেশ ও নেপাল ছাড়াও আছে ভারত ও ভুটান। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৫ মার্চ, সেদিন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। ৮ মার্চ গ্রুপপর্বেও তৃতীয় ও সবশেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
এক জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পাওয়া ভারত আছে সবার শীর্ষে। পয়েন্ট সমান হলেও তারা বাংলাদেশের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে।