ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে স্বাগতিকরা।
আজ শুক্রবার (২৪শে মার্চ) কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রামণে ব্যস্ত রাখে ভারতের গোলরক্ষকে।
তবে স্ট্রাইকারদের ব্যার্থতায় প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায় গোলাম রব্বানীর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। ৭৪ মিনিটে প্রথম গোল দেখা পেয়ে যায় বাংলাদেশ।
নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরআগে দিনের প্রথম ম্যাচে ভুটনকে ৯-১ ব্যাবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করে নেয় রাশিয়া।