সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই খেলোয়াড়দের ঘরের প্রয়োজনে তিনি ঘরও করে দেবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশন থেকে দেশে ফেরার পর তাদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।
অন্যান্য খেলোয়াড়দের অবস্থার খোঁজ নিতে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এর আগে গতকাল বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, যুক্তরাষ্ট্রে ব্যস্ত সফরের মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কয়েকবার মেসেজ দিয়ে মেয়েদের ব্যাপারে খোঁজ নিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখন বিমানবন্দর থেকে রওনা হই তখন আমেরিকায় ভোর। সেই সময় প্রধানমন্ত্রী আমাকে মেসেজ দিয়েছেন। মেয়েদের খোঁজ-খবর নিয়েছেন।