বিএনপির সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ খালেক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

তার ছোট ছেলে এস এ সিদ্দিক গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থতার কারণে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার বাবা। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় সেখানেই তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে বাধ্যর্ক্যজনিত নানা জটিলতার চিকিসার মধ্যে ছিলেন খালেক । গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকার মিরপুর আসনের পাঁচবারের সংসদ সদস্য এস এ খালেক অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাঙলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের জানাজা হয়। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদের পাশে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

এস এ খালেকের মৃত্যুর কিছুক্ষণ আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসসেনর উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম তার সঙ্গে ছিলেন।

এস এ খালেকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।