জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং বিস্ফোরক দ্রব্য আইনে মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
এদিকে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে সাভার থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।তিনি বলেন, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে আজ সকালে গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।