সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০শে আগস্ট) দিবাগত রাতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি। তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত করেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জনিয়েছে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে বনশ্রী থেকে আটক করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।