সাভারের আমিনবাজারে একটি বাসায় আগুনে দগ্ধ হয়েছে ৭ যুবক। তাদের মধ্যে ৫ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বাকী ২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে আমিনবাজারের হিজলা গ্রামে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগে। এতে বাড়িওয়ালার ছেলে রায়হান এবং তার বন্ধু হাদিস, নাহিদ, জুয়েল, মোনারুল, আলামিন ও রুবেল দগ্ধ হয়।
ধারনা করা হচ্ছে, টিনশেড ঘরটিতে টিনের ছিদ্র থেকে বৃষ্টির পানি সিলিংফ্যানে ঢুকে শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে।