সাভারের হেমায়েতপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ২জনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (পহেলা নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪টি মোটরসাইকেল যোগে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ হঠাৎ বাসটিকে আগুন দেয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বত্তরা চলে যায়।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল ইসলাম বৈশাখী  টেলিভিশনকে জানান, সকাল ৬ টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি ঢাকা-থেকে গাইবান্ধা চলাচল করতো। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ঘটনাস্থল পরিদর্শনে করে জানান, ঘটনাস্থলে অনেকগুলো বাস পার্কিং করা ছিলো। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয়েছে।