অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’র খেলা বন্ধ হয়ে যায়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সেলিব্রেটি ক্রিকেট লীগের গ্রুপপর্বের এক ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে ছয় জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এমন পরিস্থিতিতে, শনিবার (১ অক্টোবর) সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা সাময়িক স্থগিত করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টম্বর) সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এমনটাই জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত আরশাদ আদনান জানান, ঘটনার পিছনে রাজ কিংবা দীপন কেউই দায়ী না। ঘটনার তদন্তে তারা পেয়েছেন কিছু সমর্থকদের তারা দলগুলোর জার্সি দিয়েছিলেন। তাদের কারণেই এ ঘটনা ঘটেছে।

সাময়িক স্থগিত সেলিব্রেটি ক্রিকেট লিগ

আয়োজকদের দাবি ঘটনাটি এক মিনিটেরও কম সময়ে ঘটেছে। তবে মাঠে থাকা ক্যামেরা ও বিভিন্ন চ্যানেলের ফুটেজ বিশ্লেষণ করা তারা দোষীদের শনাক্ত করেছেন। এদের মধ্যে ৩-৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন আয়োজকরা।তবে কার কার বিরুদ্ধে, কোন থানায় মামলা করা হয়েছে, সেটা প্রকাশ করা হয়নি।

তারা বলেন, আমরা যদি দেখি একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের আচরণের পজেটিভ পরিবর্তন হয়েছে তাহলে নামগুলো প্রকাশ করবো না। আর যদি দেখি আগের মতো রয়েছে তাহলে তখন নাম প্রকাশ করবো।

মামলায় আসামীর তালিকায় চার-পাঁচ জনের নাম রয়েছে বলে ইঙ্গিত করেন আয়োজকদের মুখপাত্র। প্রেস কনফারেন্সের এক পর্যায়ে দল দুটির অন্য সদস্যদের মধ্যে মিটমাট করে দেওয়া হয়।

আয়োজনটি যেখানে বন্ধ হয়েছে সেখান থেকে শুরু হবে, নাকি নতুন করে শুরু হবে, আবার শুরু হলে দু-একদিনের মধ্যে হবে নাকি ২০-২৫ দিন পর নতুন করে আবার হবে তা খুব শিগগিরই জানানো হবে বলে আয়োজকরা জানান।

নিজের দলের হয়ে ক্ষমা চান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি লজ্জিত ও ক্ষমা প্রার্থী। আমার দল থেকে যারা জড়িত ছিল, তাদের পক্ষ থেকেও আমি সরি, লজ্জিত। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেহেতু আমরা একই পরিবারের সদস্য, তাই ইন্টারনালি সমাধান করেছি। এতে আমার দ্বিমত নেই।’

শুক্রবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লজ্জিত জানিয়ে এসময় মোস্তফা কামাল রাজ বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বিশেষ করে আমার টিম থেকে- তাদের পক্ষ থেকেও আমি লজ্জিত। এ বিশৃঙ্খলায় যারা সম্পৃক্ত, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক একটা ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। এতে আমাদের কোনো দ্বিমত নেই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামার কথা ছিল শনিবার (৩০ সেপ্টেম্বর)। কিন্তু এর একদিন আগেই গ্রুপ পর্বের ম্যাচে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে স্থগিত হয়ে গেল এই আয়োজন।