টানা দুই দিন সামরিক অভিযান চালানোর পর ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার অভিযান শুরুর পরে প্রাণ গেছে ১২ জন ফিলিস্তিনির। এর ফলে ইসরাইলি বাহিনীকে পালটা জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জেনিনে ফিলিস্তিনের পালটা হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। একটি প্রতিরক্ষা সূত্রের বরাতে এ খবর জানা যায়। খবর বিবিসি বাংলার।
প্রায় ১৪ হাজার ফিলিস্তিনির বাসস্থান জেনিন ক্যাম্পের ওপর প্রথমে ড্রোন হামলা চালায় ইসরাইলের বাহিনী। এরপর কয়েক হাজার সৈন্য পাঠায়। ইসরাইলি বাহিনীর অভিযানের প্রতিবাদে পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শরণার্থী শিবির থেকে তিন হাজারেরও বেশি ফিলিস্তিনিকে স্থানীয় হাসপাতালে সরিয়ে নেয়া হয়।
রয়টার্স জানিয়েছে, ইসরাইলিদের হামলায় যে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত পাঁচজন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা।
তেল আবিবের দাবি, এই অভিযানের মাধ্যমে ‘সন্ত্রাসীদের আস্তানা’ টার্গেট করা হয়েছে। তবে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়, তাদের নিরস্ত্র মানুষের ওপর আবারও নতুন করে যুদ্ধাপরাধ করেছে ইসরাইল।
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর অভিযানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জেনিন ক্যাম্পের বাসিন্দা বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে।