আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনে বাধা দিতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী। তাদের আন্দোলনে অসুবিধা নেই, তবে নৈরাজ্য করলে ঠেকানো হবে। রোববার (৩০শে অক্টোবর) সকালে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পরিবহনের মানুষ বিএনপিকে ভয় পায়। এখানে আমার করার কী আছে? সা¤প্রদায়িক শক্তি ছাড়া বিএনপির সভা অচল। সাম্প্রদায়িক শক্তি বিএনপির হাতেই সৃষ্টি, এবং প্রধান পৃষ্ঠপোষক।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করে না। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টির কোনো বিষয় নেই। আমাদের সম্মেলনের তারিখ আগেই নির্ধারিত। এটা একটা নিয়মিত প্রক্রিয়া।

এখন থেকে প্রধানমন্ত্রী ঢাকার বাইরে সমাবেশ করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, করোনার কারণে প্রধানমন্ত্রী এতদিন সশরীরে যেতে পারেননি। এখন থেকে মাসে দুটি করে সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত থাকবেন।