রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ (সোমবার) ওই ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ ঘোষণা করে সাইনবোর্ড টানানো হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ‘ঝুঁকিপূর্ণ ভবন জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ সাইনবোর্ড ঝুলানো রয়েছে। আগুন লাগা ভবন এবং আশপাশে এখনো লেগে আছে ক্ষতের চিহ্ন। আলামত রক্ষার জন্য পুরো এলাকাকে চিহ্নিত করা হয়েছে ক্রাইমসিন হিসেবে। ভবনটির চারপাশে নিরাপত্তায় রয়েছেন পুলিশ সদস্যরা।
এদিন সকাল থেকে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। দুপুর ১টার পর ভবনের সামনের সড়ক চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর আগে, রোববার (০৫ই মার্চ) সকাল পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ওই ভবনের তিনতলায়। এতে তিনজন নিহত এবং আহত হন অর্ধশতাধিক। তার মধ্যে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।