ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীরতার মধ্যদিয়ে সারাদেশে পবিত্র  ঈদ-উল- ফিতর উদযাপিত হচ্ছে। বিভাগীয় শহর খুলনায় ঈদ-উল-ফিতরে প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. খ. ম জাকারিয়া।

সকাল নয়টায় দ্বিতীয় জামাত টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।  সার্কিট হাউজের প্রথম জামায়াতে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক,  সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু,  বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনসহ অর্ধ লক্ষাধিক মুসল্লি এ জামাতে অংশ নেয়।

এছাড়াও মহানগরীর চার শতাধিক মসজিদ ও ঈদ গাহ্-এ ধর্ম প্রান মুসল্লিদের ঢল নামে ঈদের নামাজ আদায় করার জন্য।

বরিশালে সকাল ৮ টায় বরিশাল নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, পানিসমম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমসহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, প্রশাসনের কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ ও নগরীর বিশিষ্ট জনেরা এখানে নামাজ আদায় করেন।

এছাড়া নগরীর চারটি মসজিদে দুটি করে ঈদ জামাত হয়েছে।

নাটোরে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শহরের বিভিন্ন মসজিদে ও গ্রামাঞ্চলে ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসুল্লিরা। সকাল ৭টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় নাটোর কেন্দ্রীয় ঈদগাহে। পরে সকাল ৮ টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় জামে ঈদগাহে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জামায়াতে অংশগ্রহণ করেন। এদিকে সিংড়ায় নামাজ আদায় করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নামাজ শেষে দেশ ও জাতির জন্য দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা।

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে জেলার প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল ৭ টা ৩০ মিনিটে প্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগনসহ দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্ল¬ীরা ঈদের জামায়াতে অংশ নেন। এ সময়ে বিশ্ব মুসলিম, দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও আলীয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, মিঠাপুকুর পাড় জামে মসজিদ, নুর মসজিদ, হাজী আরিফ জামে মসজিদ, দশগম্বুজ জামে মসজিদ, পদ্মনগর জামে মসজিদসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।