ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমসহ সারাদেশের মসজিদ ও ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাতে সর্বস্তরের মুসল্লিদের ঢল নেমেছিল।
সকালেই ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৬তম পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে লাখো মুসল্লি অংশ নেন ঈদের জামাতে। এবার ছিল ১‘শ ৯৬ তম জামাত। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
আরেক বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। বিশাল এই ময়দানে একসাথে নামাজ আদায় করেন প্রায় ৬ লাখ মুসল্লি।
চট্টগ্রামে, সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর দামপাড়ায় জমিয়তুল ফালাহ জাতীয় ঈদগাহ প্রাঙ্গনে। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে ঈদের জামাত আয়োজন করা হয়।
ধর্মীয় ভাবগাম্বীর্জের মধ্য দিয়ে ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
রাজশাহীতে হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে টিকাপাড়া ঈদগাহ ময়দানে। নওগাঁয় কেন্দ্রীয় ঈদগাহ নওযোয়ান মাঠে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে। সিলেটে শাহী ঈদগাহ ময়দানে ছিলো প্রধান জামাতের আয়োজন।
খুলনায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় সার্কিট হাউজ ময়দানে। বাগেরহাটে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জে নগরীর ইসদাইর এলাকায় এ কে এম সামসুজোজাহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ ও কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠ সংযুক্ত করে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত জেলা শহরের রাজবাড়ি ময়দানে।
মাগুরায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠি হয়। নামাজ আদায় শেষে ক্রিকেটার সাকিব আল হাসান সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথম বারের মত নারীরা অংশ গ্রহণ করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
এছাড়াও কুমিল্লা, ময়মনসিংহ, নাটোর, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সকল ব্যবধান ভুলে কুশল বিনিময়, কোলাকুলি আর পরস্পরের কল্যাণ কামনা করেন সবাই।