নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া কেক কাটা, আনন্দ শোভাযাত্রাসহ প্রতিষ্ঠাবার্ষিকীতে হয়েছে বর্ণিল আয়োজন।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করে সংগঠনের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে ছাত্রলীগের নেতারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামা লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে জড়ো হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হয় আলোচনা সভা।
বরিশালে রাত ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সকাল ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুরের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। এসময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর আয়োজনে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও সাইকেল র্যালীতে অংশগ্রহণ করেন নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭৫ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির নেতৃত্বে বুধবার সকালে নগরীর শিববাড়িস্থ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) সকাল ১০টায় শহরের সরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা আব্দুল জলিলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ১মিনিট নিরবতা পালন করা হয়। দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব ভার্চয়ালি বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।
রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দিনভর রাজশাহী মহানগর ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন প্রদান, ছাত্রলীগের নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই প্রদান, ছাত্রলীগের তিন শহীদকে মরোণত্তর সংবর্ধনা প্রদান ইত্যাদি কর্মসূচি পালন করা হয়েছে।
এছাড়া, দিনটিতে নেত্রকোনা, চাপাইনবাবগঞ্জ, হাকিমপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় নানা আয়োজন ছিলো।