সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১০টি মেট্রোপলিটন  থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টিসহ সর্বমোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ জানিয়েছে, দেশের ক্ষতিগ্রস্ত ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টি মিলে ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ঢাকা ৫৩টি থানার মধ্যে তারা ২৯টি থানার কার্যক্রম চালু হয়েছে। এসব থানায় কার্যক্রম চালাতে সেনাবাহিনী সহায়তা করছে। ঢাকায় ৪৪টি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় মোতায়েন রয়েছে।