ভারতে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সিকিমের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুরের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ির বহর। এসময় জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক ঘোরার সময় ট্রাকটি খাড়া ঢালে পড়ে যায়।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা, কলকাতা ফোর্ট উইলিয়ামের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমে এদিন সকালে ছাতেন থেকে ছাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ি। দুর্গম ওই পথে এক জায়গায় বাঁক নিতে গিয়ে পিছলে যায় সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়ির চাকা। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১৬ জন ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত চার সেনাকে উদ্ধার করে তড়িঘড়ি আকাশপথে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটবার্তায় তিনি লিখেছেন, উত্তর সিকিমে ওই দুর্ঘটনায় ভারতীয় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। পরিষেবা ও অঙ্গীকারের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ গোটা দেশ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।