ভারতে সিকিম রাজ্যের নাথুলা গিরিপথে তুষারধসে অন্তত ছয় পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্যাংটক ও নাথুলা সংযোগকারী জওহরলাল নেহরু সড়কের স্থানীয় সময় আজ দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় অন্তত ১৫০ জন পর্যটক ছিলেন।
ঘটনাস্থল থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা। এখন পর্যন্ত ২২ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বেলা ৩টা নাগাদ পর্যন্ত তুষার ধসে আটকা রয়েছে অন্তত ৫০ পর্যটক। সামরিক বাহিনীর সদস্য, রাজ্য পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা উদ্ধারকাজ চালাচ্ছে।
সিকিমে তুষারধস নতুন কিছু নয়। এর জেরে মার্চ থেকে ইন্দো চীন সীমান্তবর্তী ১৩ মাইল রাস্তা পর্যটকদের জন্য বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। এই ১৩ মাইল রাস্তা জেএন রোড থেকে শুরু হয়ে নাথুলা পাস পর্যন্ত বিস্তৃত।

সিকিম সরকারী কর্মকর্তারা বলেছেন, পর্যটকদের রাস্তার ১৩তম মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, অনেকেই ১৫তম মাইল পর্যন্ত চলে গিয়েছিল। এতে করেই তারা তুষারধসের কবলে পড়েছিল। অন্তত ৮০ পর্যটক তুষারধসের কবলে পড়েছিল। এর মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। গ্যাংটকের বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করানো হয়েছে।