ভারতের সিকিমে অবিরাম বৃষ্টির ফলে নতুন করে পাহাড় ধসে পড়েছে। ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে গাছপালা। বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। কয়েকদিনের বৃষ্টি আর সড়ক ধসে আটকা পড়েছেন দুই হাজার পর্যটক।

খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে উদ্ধার কাজ চালাতে পারছে না প্রশাসন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে সিকিমের ‘লাইফলাইন’ হিসাবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কও। ফলে, আটকে থাকা পর্যটকেরা কখন সমতলে নামবেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গনের অম্ভিথাং ও পাকশেপ গ্রামে তিনজন করে মোট ছয়জন মারা গেছেন। প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পাকশেপে একটি ত্রাণশিবির খোলা হয়েছে।

প্রশাসন বলছে, ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে তারা। কারণ দুর্গত জায়গাগুলো বন্যা ও ধসের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে কার্যক্রম পরিচালনা করতে অসুবিধা হচ্ছে।